1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভুয়া র‌্যাব অফিসার পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত আর্মিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ কালীগঞ্জে শ্রমিক কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে দু’বার অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি আর্দশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু জামায়াতের জাতীয় সমাবেশ সয়াবিন তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে শেরপুরে জাতীয়তাবাদী ওলামা দলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রাম আসন থেকে জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে…. বিএনপির কামরুলের সাথে লড়বেন জামায়াতের তাহের তাজউদ্দীন আহমদের ছেলে-মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ৬ ধরনের দলিল চিরতরে বাতিল হয়ে যাবে!

বিভিন্ন আয়োজনে বৈশাখী উৎসব বৈশাখী উৎসব

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির: এলো পহেলা বৈশাখ, নানান রংঙের পোশাক পরে মিটাই মনের সুখ। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কতো মানুষ এসেছে, বাংলার বধূ সেজেছে এই বৈশাখী মেলাতে।নতুন শাড়ী পড়েছে এই বৈশাখী মেলাতে।আজ পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা সনের প্রথম দিন। বাংলা নববর্ষ বাঙালীর জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে থাকে। গতানুগতিক জীবনধারার মধ্যে দিয়ে নববর্ষ নিয়ে আসে নতুন সুর, নতুন উদ্দীপনা। পুরোনো দিনের গ্লানি জরাকে মুছে দিয়ে একরাশ হাসি,আনন্দ, আর গান দিয়ে ভুলিয়ে দিয়ে যায় বাংলার নববর্ষ। প্রাচীন কাল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাংঙালী প্রানের উৎসব হলো নববর্ষ। নতুন বছর কে স্বাগত জানাতে এই নববর্ষ দিবস টি পালন করে থাকি। আমরা বাংলার বাঙালি জাতি। তাই নববর্ষের এই প্রথম দিনে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সকল স্তরের মানুষ নববর্ষ দিবস টি পালন করছেন। স্কুল কলেজ থেকে শুরু করে শহর গ্রামে যেন মেতে উঠেছে নববর্ষকে ঘিরে।নববর্ষের এই দিনে শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মেয়েরা যেনো খোঁপাতে নকশী ফুলের মালা পড়ে। হাতে হাত ধরে চলছে বৈশাখী মেলাতে। বৈশাখের এই প্রথম দিনে আনন্দে মেতে ওঠে বাঙালি । বাংলার বাঙালি জাতি নকশী ফুলের মালা গাথি। গলায় পড়িয়ে তারা বৈশাখী মেলা দেখে। শুধু তাই নয় নববর্ষের দিন দুপুর ইলিশ মাছ আর পান্তা ভাতে। খায় যেনো সবাই মিলেমিশে। হে নববর্ষের দিনে সবাই এক সাথে টেবিলে বসে ইলিশ মাছ পান্তা ভাতের কতো আয়োজন হয়ে থাকে সবাই দলে দলে এক সাথে খায়। বাংলার নববর্ষের দিনে কতো আয়োজন, কতো বিনোদন, কতো হাসি উল্লাসে ভরে যায় প্রান।ছেলে মেয়েরা সবাই মিলে গায় বাংলার গান।শুধু গান নয়। নববর্ষের দিনের শেষ সাংস্কৃতিক কতো আয়োজন করা হয়।গান,নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক, একক অভিনয় নিয়ে আনন্দে মেতে ওঠে সবাই হাসি উল্লাসে। নববর্ষের এই দিনের শেষ রজনী গানের আসরে বসে, আউল বাউল গানের তালে নৃত্য করে বাংলার ছেলে, দিন যায় রাত আসে কল্পনা করি আমি বসে বসে, আবার কবে আসবে এই দিন মন খুলে হাসবে,গাইবো,নৃত্য করবো সেই দিন। ভাঙ্গুড়া পৌর শহরে বিভিন্ন স্কুল কলেজ থেকে শোভাযাত্রা বের হয়। প্রতিটি রাস্তায় রংবেরঙের পোশাক পরে, ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। উপজেলা অডিটরিয়ামে আছে গান-বাজনার আয়োজন।
সেবাব্রতী কিন্ডারগার্টেন স্কুলের সৌজন্যে খাওয়ানো হয় পান্তা ইলিশ। বাংলার ঐতিহ্য গরুর গাড়িতে ছেলেমেয়েরা উঠে আনন্দ উল্লাস করতে থাকে। এটাই তো বাঙালির উৎসব

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews