চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ও মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তীব্র তাপদাহ লাঘবে দূর-দুরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা সম্বলিত পরীক্ষার রুটিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক, ইউনিয়ন বিএনপি নেতা মো: মুজিবুর রহমান।
বিএনপি নেতা মো: মুজিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক, জননেতা মো: কামরুল হুদার নির্দেশে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা এবং পরীক্ষার রুটিন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা চলাকালীন অন্যান্য দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য মাওলানা মো: জিয়াউর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: ইউছুফ মজুমদার, যুগ্ম আহবায়ক মো: ফরিদ ভূঁইয়া, কাজী মো: রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আব্দুল হালিম, সদস্য সচিব মো: জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী মো: শিপন মিয়া, মো: আব্দুল মোতালেব, মো: আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মো: ইব্রাহীম খলিল সবুজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক মো: হাসান, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিউল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply