কুমিল্লা প্রতিনিধিঃ অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে লাকসাম উপজেলার পুরাতন বাস স্ট্যান্ডের মেসার্স এস এইচ অটো পার্টস এন্ড ওয়ার্কশপ (সিএনজি গ্যারেজ) প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ ও ধ্বংস করা হয়। কারখানার নকল টেস্টি ম্যাঙ্গো, সফট্ ড্রিংক পাউডার জব্দ করে তৎক্ষণাৎ বিনষ্ট করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে নকল কারখানা মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রতন শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মেসার্স এস এইচ অটো পার্টস এন্ড ওয়ার্কশপ প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে সিএনজি গ্যারেজ হিসাবে পরিচালনা করে আসছিলেন। ওই প্রতিষ্ঠানের আড়ালে তিনি বিভিন্ন নামে ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছে। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে এসব শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কিনে খাচ্ছে শিশুরা। এতে অসুস্থ হয়ে পড়ছে এসব কোমলমতি শিশুরা।
অভিযানের সময় লামসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা ও লাকসাম আর্মি ক্যাম্পের ইন-চার্জ ক্যাপ্টেন সৈকত আহমেদ উপস্থিত ছিলেন।
Leave a Reply