কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ আহত হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন জানান,বুধবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টায় কুমিল্লার জাঙ্গালিয়া থেকে ছেড়ে আসা ফেনী গামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকরা টাইমস্কয়ার হোটেলের পাশে শীতলিয়া নামকস্হানে পৌছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটি পল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। স্হানীয় লোকজন এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম ও কুমিল্লার হাসপাতালে নিয়ে যায়।
Leave a Reply