চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৫ ব্যাচ্ এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী মো: বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মীর হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহআলম এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: আহসান উল্লাহ বেপারী, মো: আবুল কাশেম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: তাজুল ইসলাম, করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মো: মিজান পঞ্চায়েত, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট সমাজসেবক মো: মহিন উদ্দীন, কাজী সাইফুল ইসলাম, কাজী মো: আরব আলী, কাজী মাসুদুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা হক, নাসিমা আক্তার, মো: ইব্রাহীম খলিল, মো: নজরুল ইসলাম, আফরোজা আক্তার পান্না, মাহফুজা আক্তার, জাফর আহমেদ, তাসলিমা আক্তার, ইসমাইল হোসেন শাকিল, মাহমুদুল হাছান রবিন সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply