কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জেলা প্রশাসকের নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার অভিজাত হোটেল তাজমহল ও হোটেল টাইমস স্কয়ারে মোবাইল কোর্ট অভিযানপরিচালনা করে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে হোটেলসমূহের লাইসেন্স, খাবারের মান, পরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে কিনা, প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়।
অভিযান পরিচালনার সময় হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার কোন লাইসেন্স প্রদর্শন করতে পারেন নি। খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।
খাবার রান্না করার পর ঢাকনা দেয়া ছাড়াই রেখে দেয়া হয়েছে এবং সেখান থেকেই সেবাগ্রহীতাদের খাবার পরিবেশন করা হইতেছে। ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করে বিক্রয় করা হলেও এ সকল খাদ্যদ্রব্য প্রস্তুতের কোন লাইসেন্স তাদের নেই এবং প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায় নি। ভ্রাম্যমান আদালত উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং টাইমস স্কয়ার হোটেলকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply