কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে গ্রামবাসী অভিযুক্ত আবদুল কুদ্দুস কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায়। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবদুল কুদ্দুস একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত এর্শাদ উল্লার ছেলে।এই বিষয়ে ভিকটিমের মা মোসাঃ আইরিন আক্তার(৩৩) বাদী হয়ে আসামী আবদুল কুদ্দুসের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত এজাহার দায়ের করেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, বাদী মোসাঃ আইরিন আক্তার(৩৩) স্বামী আবু হানিফ সৌদি প্রবাসী হওয়ায় তিনি তার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামে বসবাস করেন। তার মেয়ে ভিকটিম হাসনান জাহান আফরিন(১৩) চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী। গত ১ এপ্রিল বাদিনীর বাবার স্ট্রোক হওয়ায় তিনি ও তার বোন তার বাবাকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে অবস্থান করছিলেন। বাড়িতে ভিকটিম ও তার নানী বসবাস করছিলেন। ২ এপ্রিল বিকাল অনুমান ৫ ঘটিকার সময় ভিকটিমের নানী প্রতিবেশীর বাড়িতে গেলে আসামী আব্দুল কুদ্দুস (৪০) মুরগি কিনার জন্য আসিলে ভিকটিম মুরগি খুঁজার জন্য তার নানার উত্তর ভিটির বসতঘরের পূর্ব পাশের টিনশেড বিল্ডিং এর পূর্ব পাশের কক্ষে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী আকস্মিকভাবে ভিকটিমের পিছনের দিক থেকে জাপটাইয়া ধরিয়া তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোর পূর্বক ভিকটিমের ওড়না টান দিয়া ফেলিয়া দেয় এবং বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আসামী তাহার হাত দ্বারা স্পর্শ করিয়া ভিকটিমকে যৌন নীপিড়নসহ শ্লীলতাহানি করে। ভিকটিম নিজেকে রক্ষা করতে আসামীর কবল হইতে ছুটিয়া দৌঁড় দিয়া ঘর হইতে বাহির হইয়া পাশ্ববর্তী বাদিনীর চাচার বাড়ির উঠানে গিয়া আশ্রয় নেয়। এ সময় তার শোর চিৎকারে লোকজন জড়ো হতে থাকলে আসামী আবদুল কুদ্দুস পালিয়ে যায়। ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান,এই বিষয়ে ভিকটিমের মা মোসাঃ আইরিন আক্তার বাদী হয়ে আব্দুল কুদ্দুস (৪০), পিতা-মৃত এরশাদ উল্যাহ, সাং-আমানগন্ডা, ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী / ২০০৩) এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০২, তারিখ ২/৪/২০২৫ ইং
Leave a Reply