কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লার চান্দিনায় মো. মামুন মুন্সী নামে এক দুবাইপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকা মুল্যের মালামাল লুটে করে নিয়েগেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নের শুহিলপুর পূর্বপাড়ার মুন্সী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী মামুন মুন্সীর বোন নাজমা বেগম বাদী হয়ে শনিবার বিকেলে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান-শুক্রবার গভীর রাতে ১৫-২০ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে আটকে রাখে। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে সবকিছু লুটে নেয়।
প্রবাসী মামুন মুন্সীর বোন নাজমা বেগম বলেন, “আমাদের ঘরের প্রথম ও দ্বিতীয় তলা থেকে ৩টি মোবাইল ফোন, নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকার মালামাল ডাকারা লুট করে নিয়ে গেছে ।”ডাকাতির খবর পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “ডাকাতির খবর পাওয়ার পরপরই আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।”
Leave a Reply