কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপের বাখ ফেরত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুক্তারপুরের বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তারপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নির্দেশিত পথে কালীগঞ্জ বিএনপি নির্ভয়ে এগিয়ে চলছে। জাতির এই ক্রান্তিলগ্নে বিএনপিকে সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে কঠিন পথ পাড়ি দিতে হবে। দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে হবে।
মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আলম মিন্টু, মনিরুজ্জামান খান লাভলু, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ আমান ভূঁইয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দেশ ও জাতির কল্যাণার্থে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply