রিয়াজ রাব্বী,ক্যাম্পাস প্রতিনিধি(রুয়েট):
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া তার নিজ বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়,এর পূর্বে অভিযুক্ত ধর্ষক তার বৌমা’কে অশালীন ইঙ্গিত করে।ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করে আসামির স্ত্রী ও ২ ছেলে।যাদের ৪জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ইতোমধ্যে। গতকাল ৮ই মার্চ ২০২৫,শনিবার শিশু আছিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উত্তপ্ত হতে থাকে দেশের প্রায় সকল ভার্সিটি-অঙ্গন। সন্ধ্যা থেকে একের পর এক মিছিল বের হতে থাকে,যার প্রায় সবটুকু জুড়ে ছিল নারীদের পদচারণায় মুখরিত।তারা নিজেদের নিরাপত্তা চাই,ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেন।তারা আরও বলেন,”এরকম জঘন্য অপরাধ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে এধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে,এমন চলতে থাকলে কিছুদিন পর ঘরে ঘরে ধর্ষিতা মা-বোন পাওয়া যাবে”।তাদের স্লোগানগুলোও ছিল চোখে পড়ার মতো-
১/ তুমি কে?আমি কে?
আছিয়া – আছিয়া
২/ জনে জনে খবর দে,
ধর্ষকের কবর দে।
৩/ধর্ষকের ঠিকানা,
এই বাংলায় হবে না।
Leave a Reply