📝নারী দিবসের কাব্য কথা📝
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ,
আটলংকা সিটি,চাটমোহর,পাবনা।
শোন ওগো মা-বোনেরা সমভাবে অগ্রসরে-
তোমাদের থাকতে হবে ফজীলতে এ সংসারে,
তোমাদের গর্ভে জন্ম মোদের;বেড়ে উঠা কোলে-
মানুষ হয়ে উঠি যে তোমাদের মায়ার আঁচলে !
তোমাদের করতে হবে সম্মান ইসলামের বানী-
আমরা যাই ভুলে সে কথা জেনেও না মানি,
কঠোর গুরুত্বে বলেছেন প্রভূ মোদের প্রতি-
নারীদের করো সম্মান শরীয়তের মাঝে অতি!
দিয়েছেন হক নির্ধারন করে কাজের পরিশ্রমে-
করবে যা উপার্জন পাবে তোমরা তা হকের দামে,
তোমাদের স্বামীদের উপার্জনের পাবে অর্ধেক-
ইসলামের বিধান ছড়িয়ে দিতে হবে চতুর্দিক!
তোমাদের মানতে হবে ধর্মের বিধি বিধান-
যা নির্ধারন করেছেন নবী পাক ও প্রভু মহান,
শরীয়তের বিধানে আবদ্ধ থেকে করতে কাজ-
পারবে তোমরা উপার্জন করতে স্বাধীনতায় আজ।
রাখতে হবে মনে সংগোপনে তোমরা সম্মানিয়-
চলতে হবে পথ ভেবে একথা তোমরা সবার প্রিয়,
আপনার যথার্থ মুল্যায়নে যদি চল পথ একসাথে-
তব সম্মান হবেনাকো হানি কখনো কারো হাতে!
পথে চলতে হলে পথ চলবে শালীনতার বাধনে-
শ্রদ্ধাবনত থাকে যেন শির তোমাদের প্রতি সম্মানে,
বলবে কথা প্রয়োজনে অতিরিক্ত কভুও নয়-
আত্মসম্মানে পুরুষ মস্তক যেন অবনত রয়…
তোমাদের প্রতি ইসলামের নীতি সুমহান বিচার-
করবে পুরুষেরাই লোক সমাজে ধর্মের নীতি প্রচার,
আপন আলোয় আলোকিত হও মা ও বোনেরা-
এ সমাজ নয় বিচ্ছিন্ন তোমাদের কৃতকর্ম ছাড়া !
তোমরা হবে কীর্তিমতি; ধর্মে ও কর্মে মহিয়সী-
তোমাদের গুন ও আলোয় হবে সার্থক দিবানিশি,
গড়ে যাও বিশ্ব নারী সমাজ স্বতন্ত্র আবহে-
ধর্মের শৃংখলায় আবদ্ধ থেকেও মহীরুহে…
করি যেন সদা প্রাপ্য সম্মান তোমাদের প্রাণে-
ধন্য যেনো হয় নারীকুল পুরুষের প্রদত্ত সম্মানে,
হয় যেনো নারী জাতি পুরুষের সম্মানে আসীন-
পৃথিবী ভরপুর হোক নারীর সম্মানের সুদিন !
নারী যে আমার মা;দেখলে মা’র কোমল মুখখানি-
মকবুল হজ্জ্বের সাওয়ার হয় যে এ বিধান জানি,
যে নারী আমার বোন;দেখলে হাসি মাখা মুখ-
হয় জগতের সব কিছু পাওয়া ভুলে সকল দুঃখ…
সহধর্মিনী যে নারী; প্রেয়সী সে নারীর আলিঙ্গনে-
সকল যাতনা হয়ে যায় দুর স্পর্শে ও আলাপনে,
নারীরা জগতে আশির্বাদ হয়ে আসে প্রভুর কৃপায়-
নারীদেরকে মুল্যায়ন করি যেথায় যার যে সীমায় !
(রচনাঃ ০৮ই মার্চ’২০২১ ঈশায়ী,রোজঃ সোমবার,
দুপরঃ ০১:৫০-৫৮__২৩০-৩২:৪৫, মহকক,পাবনা)
Leave a Reply