বিনোদন রিপোর্টঃ মা ও শিশুর জন্য প্রয়োজনীয় ও আরামদায়ক লাইফস্টাইল পণ্য পাওয়ার ঝক্কি পোহাতে হয় অনেককে! সেই ঝামেলার অবসান করতে মা ও শিশুদের জন্য লাইফস্টাইল পণ্যের ব্যবসায় নামলেন চিত্রনায়িকা পরীমনি। অনলাইনভিত্তিক এই ব্যসায়িক প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ‘বডি’।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনের রাতে পরীমনি তার ফেসবুক পেজে লাইভে এসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন, আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম। একই ছাদের নিচে সমস্ত পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মা হিসেবেও মানুষের সীমাহীন ভালোবাসা পেয়েছেন জানিয়ে পরী বলেন, মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেইস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দেয়ার জন্য এই ব্যবসা শুরু করেছি। মাতৃত্বকালীন শুরুর দিকে আমার সবকিছু পছন্দের জিনিস অপছন্দ হয়ে গিয়েছিল। এগুলো ছিল হেলথ, ফুড, লাইফস্টাইল ইস্যুর প্রভাব। আমি যা যা ফেইস করেছি সেগুলো যেন অন্যরা না করে।
তিনি আরও জানান, নতুন করে এই পথচলা শুরু হয়েছে। আমি একাই শুরু করেছি। এখন আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এই প্রতিষ্ঠানের উপার্জিত অর্থের ৫% কম আর্থিকভাবে কম সামর্থ্যবান মায়েদের চ্যারিটি হিসেবে বরাদ্দ করে দিলাম।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, নারীদের মাতৃত্বকালীন যাবতীয় প্রয়োজনীয় উপকরণ পাওয়া যাবে বডি-তে। প্রায় ছয়মাস বিভিন্ন পর্যবেক্ষণের পর অবশেষে যাত্রা শুরু হয়েছে এই লাইফস্টাইল পণ্যের প্রতিষ্ঠান।
Leave a Reply