1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার গ্রাহকের জমানো টাকা দিতে পারছে না ব্যাংক চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৬ জনের ১০ বছরের সাজা জমি বিরোধকে কেন্দ্র করে নারীর উপর বর্বর হামলা, নাগেশ্বরী থানায় মামলা দায়ের কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আন্দোলনকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ জামালগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বান্দরবানের লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

মোঃ শফিকুল ইসলামবা/ন্দরবান প্রতিনিধি :-বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টির কারণে লামামুখ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা সমাজ-সেবক পরিচ্ছন্ন রাজনীতিবিধ বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন কোম্পানি বলেন, ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। সড়কটির দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে।
লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস নেই। আমরা এ বিষয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মাটি সরিয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews