বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, হামলাকারীরা পরে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র গাড়িবহরেও হামলা চালায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,“জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার আয়োজন করেছিল। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতির কথা ছিল। এই কর্মসূচি বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা পুলিশের গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। এরপর তারা গোপালগঞ্জ সদর ইউএনওর গাড়ি বহরেও হামলা করে।”
ওসি আরও জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”
এ ঘটনার পর গোপালগঞ্জ শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে তারা।
Leave a Reply