বিশ্বজিৎ চন্দ্র সরকার – বিশেষ প্রতিনিধি: গুপ্ত সংগঠন কতৃক মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আজ সোমবার দুপুরে শহরের গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ও মোঃ ইমরুল হাসান
সিনিয়র সহ-সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রদল প্রমুখ, বক্তব্য রাখেন।
জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি মোঃ ইমরুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যোগ দেয় সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি ও গোপালগঞ্জ দায়রা ও জজ আদালতের পিপি এ্যাড. মো: তৌফিকুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply