মেহেদী হাসান জিহাদ: বগুড়া আইন কলেজ মাঠে সাত দফা দাবিতে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার উদ্যোগে প্রচার মিছিল লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখার সম্মানিত আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, “ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ হবে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ আন্দোলনের টার্নিং পয়েন্ট। এই সমাবেশ সফল করতে শহর, গ্রাম, পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদার করতে হবে এবং বগুড়া জেলা থেকে সর্বোচ্চ জনশক্তি ঢাকায় পাঠাতে হবে।”
ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।সমাবেশে আরো উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, আসলাম হোসেন বিপু, নুর আলম, এজাজ আহমমেদ আসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এবং লিফলেট বিতরণ করে তাদের কর্মসূচি সমাপ্ত করে।
Leave a Reply