কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা।
২২ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর মাহমুদুল হাসান, ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা শাখার সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আফনান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনন্য। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে ‘প্রতিটি ঘরে একটি করে গাছ’ রোপণের আহ্বান জানানো হয়।
Leave a Reply