সংবাদদাতা/মোনায়েম ফরাজী মুন্নাঃ দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর উদ্যোগে আজ ৯ জুন একটি পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নেতাদের মাঝে প্রায় ১০০০টি ঔষধি গাছ, বিশেষ করে নিম গাছ বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় ও স্থানীয় ডাকবাংলোর চত্বরে প্রতীকীভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষ রোপণ নয়, বরং মানুষের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, পরিবেশের জন্য উপকারী এই নিম গাছগুলো সংগঠনের নিজস্ব উদ্যোগ ও সমন্বয়ে সংগ্রহ করে বিতরণ করা হয়েছে।
Leave a Reply