💗পল্লী কুমারী অনন্যা💗
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ কানিজ ফাতিমা অনন্যা প্রিয়দর্শিনী-কে উৎসর্গীত)
বৃষ্টি ভেজা অঙ্গে তোমায় লাগে অপরুপ,
প্রিয় দর্শিনী নিঃস্বরা কুমারী কন্যা-
তুমি খোদার হাতে গড়া অনন্যা,
তুমি অপ্সরা;তুমি অধরা
তুমি কাংখিত প্রেমের রুপ !
তুমি যাচিত ভালোবাসার-
স্পর্শিত মানস কন্যা,
তুমি ভাল থাকার মহৌষধ-
তুমি অনবদ্য তুমি ব্যপীত অনন্যা,
তুমি কালান্তরে জাগ্রত প্রেমে স্বরুপ !
তুমি উর্বশী; তুমি বিনোদিনী-
তুমি মহাকালের রুপগাঁথা,
তুমি সুনন্দা তুমি ভাবনার রেখায় অনন্যা-
তুমি যাচিত বোধে রুপ কথা,
তুমি পূঁজিত প্রেমে নওতো বিরুপ !
তুমি চাওয়া; তুমি পাওয়া-
তুমি নবান্নের সোঁদা গন্ধ মাখা,
তুমি আশা;তুমি প্রত্যাশা-
তুমি আপন হাজার বসন্তে দেখা,
তুমি অপলক দেখায় অপরুপ !
তুমি চেতনা; তুমি সাধনা-
তুমি ভালোবাসায় আরাধনা,
তুমি সুর গীতির ঝংকার-
তুমি নিবিড় প্রেমের বাসনা,
তুমি স্বপ্ন সাধে আহ্লাদে প্রতিরুপ……
(রচনাকাল: ০৮ই জুলাই ২০০৭ ঈশায়ী,
রাত-১১:২০_১২:০০,
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,কচুগাড়ী,
কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০*)
Leave a Reply