কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যস্ততা বেড়েছে কামারশালায় । কোরবানির পশু জবাই ও মাংস তৈরিতে ব্যবহৃত দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারীরা । টুং টাং শব্দে মুখরিত এখন কামারশালায়গুলো ।
সোমবার কুমারখালী বাজারের কামারপাড়ায় গিয়ে কামারদের ব্যস্ততার চিত্র দেখা যায় । সারা বছর তেমন কাজ না থাকলেও, ঈদের এই সময়টায় তাদের দম ফেলার সময় নেই । সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারীরা কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড় দিয়ে পিটিয়ে তৈরি করছেন নতুন সরঞ্জাম । আবার অনেকেই আসছেন পুরনো সরঞ্জাম ধারালো করতে । কামারপাড়ায় লোহা এবং হাতুড়ির ছন্দময় টং টং শব্দে জানান দিচ্ছে ঈদের আগমনী বার্তা ।
কামারীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছরে লোহার দাম বৃদ্ধির কারণে দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে বেশি খরচ পড়ছে । ওজন ও আকারভেদে প্রতিটি দা ৫০০-৮০০ টাকা, ছুরি ১৫০-৫০০ টাকা, চাপাতি ৫০০- ১০০০ টাকায় তৈরি শেষে বিক্রি হচ্ছে । পুরাতন সরঞ্জাম ধার করা ও শান দিয়ে নিচ্ছেন ৫০-১৫০ টাকা ।
একাধিত ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এবছর লোহার দাম বৃদ্ধি হওয়ার কারণে বেশি টাকা দিয়ে কোরবানির পশু জবাই ও মাংস তৈরির সরঞ্জাম কিনছেন হচ্ছে। বিভিন্ন কামারশালায় ঘুরে প্রয়োজনীয় সরঞ্জাম কিনছেন তারা । কামারপাড়ায় এসে টং টং শব্দে ঈদের আমেজ পাচ্ছেন বলে তারা জানান ।
Leave a Reply