1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪২ বার

আ: রহিম গাজী/রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ” সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার স্লোগানে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ” সংক্রান্ত সেমিনার করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি পটুয়াখালী জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) যাদব সরকার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পটুয়াখালী জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) যাদব সরকার বক্তব্যে বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের অর্থনীতির মেরুদন্ড রেমিট্যান্স। প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিট্যান্স দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পন্থা। তিনি বলেন, উন্নয়নের জন্য দক্ষতার প্রয়োজন আর দক্ষতার উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি কোম্পানিরও উৎপাদন বাড়বে। এজন্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews