বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় তিন নারীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতি ও শুক্রবার (১৬ মে) গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত পৃথক তিনটি অভিযানে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গেপ্তাররা হলেন চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর এলাকার নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম (৩৬), লামা পৌরসভার মো. সুজন (২৫), লামার বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম (৪৫) এবং করিমের স্ত্রী।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, শনিবার করিমের স্ত্রীকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দুটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাত ৭টায় ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে আরও ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, মামলার পর থেকেই তদন্ত চলমান রয়েছে। আমি এখনও দুর্গম এলাকায় অবস্থান করছি। এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার এবং লুট হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার ভোরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতপরিচয় ডাকাত আবুল টোব্যাকো অফিস কক্ষে ঢুকে স্ট্যাফদেরকে মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত ১ কোটি ৭৫ লাখ ৬৩৮ টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
জানা যায়, ঘটনার সময় ডাকাত দল লোহার সিন্দুক ভাঙার ব্যর্থ চেষ্টা করে। সে সময় লোহার সিন্দুকে রক্ষিত ছিল আরও সাড়ে তিন কোটি টাকা। লামা লাইনঝিরি নামক স্থানে প্রধান সড়ক ঘেঁষে আবুল টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্র। তার পাশে একটি বিল্ডিং দোকান প্লটে তাদের অফিস কক্ষে এ ঘটনা ঘটেছে।
Leave a Reply