শিরোনাম –বৃষ্টি পড়ছে
বৃষ্টি পড়ছে নাচছে পাতা
কর্ণের ভিতর ঝুমঝুম ,
টিনের উপর পুতুল নাচে
চোখে আসছে কী ঘুম !
পড়ছে হামজা বাংলা বিষয়
গণিত কষে সাইমুন ,
আঁধার হলো উঠান বাড়ি
আলো হারা যে মুন ।
মা বুনতেছে জাইজাল আর
বাবা দেখে টিভি ,
বোনু আমার কি করতেছে
কেউ কি বলে দিবি?
সিঙ্গেল বালিশ মাথার নিচে
ছড়া লিখি আমি ,
বৃষ্টিগানটি প্রাণে লাগে
বন্ধুবীনে দামি ।
প্রকৃতি আজ সুস্থ নেই যে
উঠছে না কি মোচা ,
মে মাসের সব দুর্যোগ এসে
বাংলায় দিছে খোঁচা ।
আল্লাহ যেনো ভালো রাখে
গাও আল্লাহ সিফাত ,
দেশ বিদেশের বন্ধু তোমরা
করো যে মুনাজাত।
মাফিয়া ময়না
উপজেলা –সন্দ্বীপ
জেলা– চট্টগ্রাম
Leave a Reply