কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর বেলতলা পদ্মার চড়ে এঘটনা ঘটে।নিহত কৃষক কয়া ইউনিয়নের সুলতানপুর বেলতলা এলাকার মৃত চয়ন মৃধার ছেলে জহুরুল মৃধা (৪৫)।
জানা যায়, জহুরুল মৃধা সকালে তার বাড়ির পাশে পদ্মার চড়ে কেটে রাখা ধান পলিথিন দিয়ে ঢাকতে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে তার স্ত্রী বাড়ির বাইরে এসে তাকে মাটিতে পরে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, কয়াই ইউনিয়নের সুলতানপুর এলাকায় একজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply