বিশ্বজিৎ চন্দ্র সরকার: ছাত্রদলের কর্মী পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ ছাত্রদল। সোমবার ২১ এপ্রিল সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাই হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply