কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
২০ এপ্রিল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ারীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলদী উত্তরপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. গফুর শেখ (৬০), পোটান এলাকার কফিল উদ্দিন পাঠানের ছেলে মো. আমির হোসেন (৪৫) এবং দেওপাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে সানোয়ার আল সানি ইফতি (২৫)।
দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল। পুলিশি অভিযানের মাধ্যমে অবশেষে এই জুয়া চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় এলাকাবাসী ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ফুলদী এলাকার জনৈক ছাদেক খানের আম বাগানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার আসর থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১,৬৪০ টাকা জব্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply