চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জুতার ভিতরে বিশেষ কৌশলে গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা খেয়ে শ্রীঘরে এক হাজতির আত্মীয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. শান্ত নগরীর রানীর বাজারের জুলমত মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার শান্ত সদর দক্ষিণ নেওরা এলাকার খোরশেদ আলম ছেলে হাজতি মোতাহার হোসেনের কাছে জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠায়। জুতা ও কাপড় জমা দেওয়ার পর রিসিট এর জন্য অপেক্ষা করতে থাকে শান্তসহ একজন। কারাগারের ক্যান্টিনে জুতার সাইজ দেখে সন্দেহ হলে, জুতা কাটার পর ভেতরে ৯১ গ্রাম গাঁজা পায় কারারক্ষীরা। তখন রিসিট এর জন্য অপেক্ষায় থাকা শান্তর সহকর্মী দৌড়ে পালিয়ে গেলেও শান্তকে আটক করে কারারক্ষীরা। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন আমার দেশকে বলেন, ‘বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা খুবই সতর্কতার সাথে কাজ করছি।
জুতার ভিতরে করে গাঁজা কারাগারের ভেতরে পাঠানোর পর কারা ক্যান্টিনে চেক করার সময় গাঁজা দেখতে পায় কারারক্ষীরা। আমরা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছি। দু’জন প্রবেশ করেছে। একজন আটক করা হয়েছে। আরেক জন পালিয়ে গেলেও তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
Leave a Reply