থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা গেছে, গত ১২ মার্চ সকালে আবু বক্কর ছিদ্দিক জরুরি কাজে কুমিল্লায় যাওয়ার পর পুর্বপরিকল্পনা অনুযায়ী পাশ্ববর্তী প্রভাবশালী সেলিম এর নেতৃত্বে জাহাঙ্গীর ও সুমন গং জোরপূর্বক আবু বক্কর ছিদ্দিকের বসত বাড়ীর পাশে লাগানো ১৫/২০ টি সেগুন গাছ কেটে ফেলে। এতে গাজী আবু বক্কর ছিদ্দিক এর প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বাড়ি খবর পেয়ে তিনি কুমিল্লা থেকে ফিরে এসে গাছ কাটা বাধা দিলে অভিযুক্তরা তার উপর হামলার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকদের সহযোগিতায় তিনি প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পান। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় পরদিন স্থানীয়দের পরামর্শে তিনি প্রভাবশালী তিনজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply