চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রি কলেজ শহীদ মিনারটি রাতের আঁধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে রাত সাড়ে ১২টার দিকে সবাই ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন। ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এরপর রাত ২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দু’টি স্তম্ভই ভেঙে ফেলা হয়েছে। এ সময় তিনি কাউকে সেখানে দেখতে পাননি বলে জানিয়েছেন।
গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, ‘রাতে ফুল দেওয়া শেষে সবাই চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে, তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা না থাকায় দোষীদের শনাক্ত করা কিছুটা কঠিন হবে। স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’
Leave a Reply