রাজু: আমিনুল বাহিনীর তাণ্ডবে মেহেরুন্নেসা হকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অনেক গরীব মানুষের কম্বল লুট করাতে বনচিত হয়েছে সাধারণ মানুষ,ঢাকা মহানগর উত্তর ৩ নম্বর ওয়ার্ডের প্যারিস রোডে উদায়ণ স্কুল মাঠে মেহেরুন্নেসা হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমিনুল হক বাহিনীর উচ্ছৃংখল আচরনের কারণে গরীবের কম্বল চুরি হয়ে গেছে।
মঙ্গলবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নির্বাহী সম্পাদক সামসুল আলম লিটন।
অনুষ্ঠান চলাকালীন সময় আমিনুল হক বাহিনীর সদস্যরা হঠাৎ স্কুল মাঠে প্রবেশ করে “আমিনুল, আমিনুল” স্লোগান দিতে থাকে। তাদের অশালীন আচরণে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অনুষ্ঠান অসমাপ্ত রেখেই স্কুলের একটি কক্ষে আশ্রয় নিতে বাধ্য হন।
পরে আমিনুল বাহিনীর লোকজন বিতরণের জন্য প্রস্তুত শীতবস্ত্রগুলো লুটপাট করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এ সময় তারা মঞ্চে রাখা মাইক্রোফোন, ব্যানারসহ অন্যান্য সামগ্রী নষ্ট করে।
ঘটনার সময় নাগরিক টিভির ক্রাইম চিফ আক্তার হোসেন সাদ্দাম ও বাংলা টিভির সাংবাদিক রাজু আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সাদ্দামের সঙ্গে আমিনুল বাহিনীর ধাক্কাধাক্কি হয় এবং তার মুঠোফোন (আইফোন থার্টি প্রোম্যাক্স) কেড়ে নেওয়া হয়।
সাধারণ মানুষের দাবি, মেহেরুন্নেসা হক ও তার পরিবার জনগণের কল্যাণে নিরলস কাজ করছেন এবং তাদের কোনো সন্ত্রাসী বাহিনী নেই। ১৬ আসনের মানুষদের সেবা করার জন্য তারা সর্বদা প্রস্তুত। এলাকার জনগণ মনে করেন, মেহেরুন্নেসা হক কিংবা তার ছেলে নয়ন বাঙালি যদি নির্বাচন করেন, তবে তারা বিপুল ভোটে জয়ী হবেন।
এদিকে, আমিনুল হকের বাহিনীর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, এমন সন্ত্রাসী তৎপরতা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। লুটপাট ঘটনায় মেহেরুন্নেসা হকের পক্ষ থেকে থানায় অলিখিত অভিযোগ করবেন।
বিদেশে চিকিৎসারত ও অবস্থানরত জাতীয় যুবনেতা মেহেরুন্নেসা কমিশনারের ছেলে সাবেক যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চৌদগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি নয়ন বাঙালি নিয়মিত ঢাকা ১৬ আসনের খোজ খবর এবং শীতবস্ত্র বিতরণ ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
আজকে অনুষ্ঠানে আমিনুল বাহিনীর তান্ডব শুনে খুবই দুঃখ প্রকাশ করে বলেন আমি বিদেশে থেকে দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি তো পদ পদবী চাই না , এমপি মন্ত্রী হতে চাই না কিংবা হালুয়া রুটি ভাগ বাটোয়ারা চাঁই না শুধু জনগনের জন্য দিনরাত সেবা দিতে চাই – কসট করে যা উপার্জন করি সব পাঠিয়ে দেই এই গরীব মানুষের জন্য তবুও কেনো এতো কষ্ট দূর্বৃত্ত দের ।কিন্তু এখানে যদি বাঁধা সৃষ্টি ও কম্বল লুটপাট করে তাহলে মানুষের জন্য কি ভাবে কাজ করবো। আমার বিশ্বাস সাধারণ মানুষ তার জবাব দিবেন নির্বাচনের মাধ্যমে। ঘটনার বিষয়ে, আমিনুল হকের মুঠোফোনে যোগাযোগ ও ভয়েস কল পাঠিয়েও কোনো সৎ উত্তর পাওয়া যায়নি।
Leave a Reply