চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চি ওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের কুয়েত প্রবাসী মোঃ সাইফুর রহমানের বাড়ীতে হামলা, লুটপাট ও জোর পূর্বক ঘর দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে গত ২৮/১২/২০২৪ ইং তারিখ, দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময়। প্রবাসীর স্ত্রী জিনিয়া ইয়াসমিন বাদী হইয়া গত ০১/০১/২০২৫ ইং তারিখ থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, তার স্বামী মোঃ সাইফুর রহমান কুয়েত প্রবাসী। বিবাদী মোঃ আবু ইউসুফ ফেনী জেলার পরশুরাম থানাধীন রাজেশপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং তার স্বামীর ভগ্নিপতি। বাদীনির স্বামী প্রবাসে থাকার সুবাদে বিবাদী মোঃ আবু ইউসুফ বাদীনি ও সন্তানদের নানাভাবে হয়রানী ও স্বাভাবিক জীবনে বাধা-বিপত্তি সৃষ্টি ও তার স্বামীর মালিকানাধীন জায়গা জবর দখল করার পাঁয়তারা করলে বিবাদীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। ইহাতে বিবাদী ক্ষিপ্ত হইয়া বাদীনি ও তার সন্তানদের প্রাণে মারার ষড়যন্ত্র ও তার স্বামীর জায়গা-জমি ও বশত ঘর জবর দখল করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে গত ২৮/১২/২০২৪ ইং তারিখ, দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় বিবাদী মোঃ আবু ইউসুফ ও তার সহযোগী অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র-সস্ত্র ইত্যাদি নিয়ে বাদীনির বাড়ীতে প্রবেশ করিয়া ঘর নির্মাণের জন্য রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী যাহার মূল্য অনুমান ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা হইবে জোর পূর্বক একটি পিকআপে উঠাইয়া নিয়ে যাওয়ার সময় বাদীনি বাধা নিষেধ করিলে বিবাদী মোঃ আবু ইউসুফ মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও থেতলানো জখম করে। বাদীনি জিনিয়া ইয়াসমিন চিৎকার করলে বিবাদী মোঃ আবু ইউসুফ হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে লাথি মুড়া মারে এবং বাদীনির গায়ে থাকা কাপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানী করে। বিবাদী মোঃ আবু ইউসুফ বাদীনি ও তার সন্তানদের ঘর থেকে বের করিয়া দেয় এবং ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাংচুর করিয়া ৪,৫০,০০০/-টাকার ক্ষতিসাধন করার পাশাপাশি বাদীনির রুমের সোফার উপরে থাকা ভিনেটি ব্যাগের মধ্যে রক্ষিত নগদ ৫,৭৫০/-টাকা নিয়ে যায়। উপস্থিত লোকজনের সামনে বিবাদী মোঃ আবু ইউসুফ বাদীনির স্বামীর মালিকানাধীন ঘর জোর পূর্বক দখল করিয়া মেরে ফেলার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মর্মে বিবাদী মোঃ আবু ইউসুফ এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।
Leave a Reply