হও তুমি… আমার
এস,এম মনিরুজ্জামান আকাশ
হও তুমি আমার আপন
আমায় ভালবেসে,
সঁপে দেবো তোমাতে সবি
নিঃস্বরে নিমেষে…
হও তুমি যদি একান্তে আমার
না ভেবে কিছু,
আমার- আমার বলে যাবো
থাকবো তোমার পিছু!
হও তুমি আপাদ মস্তকে
যদি শুধুই আমার,
আমার বলে থাকবেনা কিছু
সবই হবে তোমার।
হও তুমি যদিও আড়াল
মনে রেখো আমায়,
আমার সুখ পূর্ণ্য রাশি যে
সবই দেবো তোমায়…
হও তুমি শুধুই আমার
আমিও তোমার হবো,
আমরণ ভালোবেসে শুধু
তোমাতে বেঁচে রবো……
Leave a Reply