সংবাদদাতা: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৬ নং হাসান নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের কর্মী মোঃ মোশারফ মোল্লা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা জরুরি ভিত্তিতে প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।
মোশারফ মোল্লার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা স্বজন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা যায়।
স্থানীয় নেতৃবৃন্দও তাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply