পান্তা ভাত
এস এম মনিরুজ্জামান আকাশ
তোমায় আমি ভালোবাসি চিত্তে সংগোপনে
তোমার কথাই ভাবি সদা নিঃরবে আনমনে
তোমার আমার মিলন যেনো হয় প্রতিদিনে
গরীবের অমৃত সুধা পান্তা ভাত আর নুনে!
তুমি যে আমার বুকে প্রিয় পান্তা ভাত পেটে
সৎ পথেই চাই যেনো তিনবেলা পান্তা জোটে
গরীবের পেটে কোর্মা পোলাও ও বিরিয়ানি
মিটায় না পেটের ক্ষুধার জ্বালা ও পেরেশানি।
প্রকৃত সুখ কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন পান্তাভাতে
গরীবের ব্যথা গরীব জানে থাকে খালি পাতে
থাকলে পেট ঠান্ডা মন ভালো ঘুম ভালো হয়
অশান্তি রাজনীতি গোলমাল থেকে দুরে রয়!
বলে লোকে পান্তা ভাতে রোগ বালাইর ঝুঁকি
আমিতো মাঝে মধ্যে খেয়ে আছি বেশ সুখী
অনেকেই তো উপকারিতার নানা কথা বলে
বহু রকমের উপকার মেলে পান্তা ভাত খেলে।
ঝামেলা নেই সময়ের অপচয়ও নেই পান্তা ভাতে
ভুলে যাই সকল কিছু যখন খাই তা মায়ের হাতে
সামাজিক দায়বদ্ধতা কুঁড়ে কুঁড়ে খায়না পান্তায়
নিজের কথা ভেবে ভেবেই সময় তড়িৎ বয়ে যায়।
খাই পান্তা করিনা চিন্তা আমার কিছু দায়িত্ব বোধে
পান্তা খেয়ে নিঃরবে নিশ্চুপ থাকি বলিনা প্রতিবাদে
গরম ভাত খেতে হলে ভাবতে হয় পথ ঘাটের কথা
দায়িত্বের বেড়াজালে কর্ম যজ্ঞে বাড়ে যে যথার্থতা!
Leave a Reply