জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ১২ (বারো) কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ) ভোর রাত ৪ টার সময় শার্শা উপজেলায় রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি গাঁজা সহ থাকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply