মু.আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট বাজার থেকে রাবার ড্যাম সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ৬ বছর ধরে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি বর্তমানে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও কাদা জমে থাকায় বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের মতে, এই সড়ক দিয়ে অন্তত ১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও বাজার, অফিস ও কর্মস্থলে যাওয়ার জন্য এলাকার হাজারো মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়।
অবহেলিত এই রাস্তায় দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ বলছেন, কয়েক বছর ধরে আশ্বাসের বাণী শোনানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তা প্রায় জলাশয়ে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে পথচারীরা।
এলাকাবাসী দ্রুত এই সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ফটিকছড়ি উপজেলার অন্যতম ব্যস্ততম এ রাস্তাটি সংস্কার করা হলে শুধু স্থানীয় জনগণ নয়, পুরো যাতায়াত ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে।
Leave a Reply