মনজু বিজয় চৌধুরী/মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের লাইফলাইনসহ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৮ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে শাহজালল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ম্যানেজারকে (১৫০০০) হাজার টাকা ও গ্রীন লাইফ প্রোঃ হাসপাতালের লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ঐ হাসপাতালের ম্যানেজার কে (২০০০০) হাজার টাকা সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ নোংরা থাকার কারণে সিটি হাসপাতাল ম্যানেজারকে (৩০০০০) হাজার টাকা এবং হেলথ এইড হাসপাতালের ফার্মেসি জেরিন ড্রাগ হাউজে ডেট ওভার ঔষধ পাওয়ার কারণে ড্রাগ হাউসের ম্যানেজারকে (৮০০০) হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় লাইফ লাইন মেডিসিন কর্নার ম্যানেজারকে (১০০০০) হাজার টাকা সবমিলে ৫ টি ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে সর্বমোট (৮৩.০০০)হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মনজু বিজয় চৌধুরী
মৌলভীবাজার
মোবাইল-০১৭৩১৭২০৮৯৬
Leave a Reply