কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় নবাগত ইউএনও এটিএম কামরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “উপজেলার সার্বিক কার্যক্রম সঠিক, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও গণমাধ্যমসহ সবার অংশগ্রহণের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব।”সভায় অংশগ্রহণকারী বিএনপি নেতৃবৃন্দ ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন নির্বাহী কর্মকর্তার দক্ষ নেতৃত্বে কালীগঞ্জ উপজেলায় উন্নয়ন ও সুশাসন আরও সুসংহত হবে।
Leave a Reply