মোঃ সাজাহান আলী: মায়ের ভালোবাসার তুলনা নেই। মা এমন এক শব্দ, যেখানে নিরাপত্তা, মমতা আর নিঃস্বার্থ আত্মত্যাগ একসাথে মিশে আছে।অথচ যখন সেই মায়ের বুকেই আঘাত আসে তাঁরই সন্তানদের হাত থেকে, তখন মনে হয় মানবতা যেন পৃথিবী ছেড়ে পালিয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে এক হৃদয়বিদারক দৃশ্য চোখে জল এনে দিয়েছে। নিখোঁজের কয়েকদিন পর মায়ের মরদেহ মিলল গ্রামের জঙ্গলে, গাছের পাতার নিচে লুকিয়ে রাখা। খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে শোকের মাতম। যে মা সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, সেই মায়ের নিথর দেহ আজ লুকিয়ে রাখা হলো সন্তানদের হাতেই।
পুলিশ জানায়,
নিহত মায়ের নাম মমতাজ বেওয়া (৬৫)। বাড়ি সাদুল্লাপুর উপজেলার
ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে। এই ঘটনায় তাঁর তিন ছেলে ও ছেলেদের স্ত্রীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রতিবেশীরা বলছেন, মমতাজ বেওয়া ছিলেন শান্ত-শিষ্ট ও পরিশ্রমী এক নারী।
জীবনের শেষ দিনগুলোতেও তিনি কেবল সন্তানদের নিয়েই ভেবেছেন। অথচ সেই সন্তানরাই মায়ের জীবনের শেষ আলোটা নিভিয়ে দিল।
Leave a Reply