1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

পাবনায় বিস্ফোরক দ্রব্য মামলায় আওয়ামীলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার

এম মনিরুজ্জামান আকাশ: পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে। তিনি একজন প্রতিবাদী ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। দল মত নির্বেশেষে সবাই তার কাছে বিভিন্ন কাজে যেতেন। স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের ঘোর বিরোধী ব্যক্তি হিসেবে জনমহলে পরিচিত আছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত জুলাই-আগস্ট আন্দোলনে, ৫ আগষ্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় পালিয়ে ছিলেন। পুলিশের ভাষ্যমতে, তিনি এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews