এইচ এম রবিউল : মাত্র ১০ বছরের ছোট্ট আরিফা আজ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জন্মের পর থেকেই সে হার্টের ছিদ্র নিয়ে জীবন যাপন করছে। অসহায় বাবা একজন দিনমজুর, প্রতিদিনের আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো একেবারেই অসম্ভব।
চিকিৎসকরা জানিয়েছেন, আরিফার জীবনের ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত হৃদপিণ্ডের অপারেশন না করালে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু বিপন্ন পরিবারটি এত বড় খরচের চিকিৎসার সামর্থ্য হারিয়ে অসহায় হয়ে পড়েছে।
এই কঠিন সময়ে আরিফার মা-বাবা সমাজের দয়ালু মানুষদের কাছে হাত বাড়িয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। একটি ছোট্ট শিশুর হাসি ফিরিয়ে আনতে আপনার ক্ষুদ্র সহযোগিতাও হতে পারে অমূল্য অবদান।
📞 যোগাযোগ: 01798248959
আসুন, সবাই মিলে ছোট্ট আরিফার প্রাণ বাঁচাতে এগিয়ে আসি।
Leave a Reply