তৌহিদুল ইসলাম শামিম/হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক আমিনুল ইসলাম।
উপজেলার ৩০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি (পটাশ) সার বিতরণ করা হয়।
Leave a Reply