নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ রেলির আয়োজন করা হয়।
রেলিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে বিশেষভাবে নরসিংদী জেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা শ্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রঙিন ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
নেতৃবৃন্দ এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply