ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা (উত্তর) এর উদ্যোগে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের বসুন্ধরা কমিউনিটি সেন্টারে জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা (উত্তর) এর সভাপতি মো:শওকত আলী এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মো: মাঈন উদ্দিন রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মমতাজ উদ্দিন কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো:সিরাজুল ইসলাম,চট্টগ্রাম জেলা জজ কোর্টের নারী ও শিশু ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, হাটহাজারী উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক খোরশেদুল আলম এনাম, সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার আবদুল আজিজ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল আরমান রবিন। এছাড়াও বক্তব্য রাখেন শিবির নেতা ওয়াহিদুল আলম আলভী ও ইমতিয়াজ আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে হাটহাজারী ও ফটিকছড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে অন্তরা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে বলেন—
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমন কোনো বন্ধু বানানো উচিত নয়, যারা নেশার মতো অপসংস্কৃতির সঙ্গে জড়িত। নৈতিকতা ও আদর্শের আলোকে দেশ পরিচালিত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তোমরাই আগামীর নেতৃত্ব দেবে, তোমরাই জাতির ভবিষ্যৎ নির্মাণ করবে।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
Leave a Reply