কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও পৌর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন,পৌরসভা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান (মহব্বত), উপজেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ মজুমদার,পৌর বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি গাজী সহিদুর রহমান, শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান ও পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক।
পৌর এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ খায়ের,দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ জাহান,তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সামছুল হক, চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সি ও সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল কুদ্দুস, পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন উর রশিদ ড্রাইভার ও কামাল উদ্দিন, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ননু মিয়া ও সাধারণ সম্পাদক মাঝি প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন,চৌদ্দগ্রামের জননন্দিত নেতা উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে দল আজ উজ্জীবিত হয়েছে।এই গণজোয়ারের মাধ্যমে জাতীয় নির্বাচনে আমাদের নেতা কামরুল হুদা কে ধানের শিষ প্রতিকে নির্বাচিত করে জাতীয় সংসদে না পাঠানো পর্যন্ত চৌদ্দগ্রাম বিএনপি থামবেনা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা জোগায়। এ দিনকে ঘিরে সকল নেতাকর্মীকে সংগঠিত আহবান জানান।
Leave a Reply