নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ভূজপুর থানার একজন পরিচিত রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম সম্প্রতি হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
কলেজের পরিচালনা পর্ষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর আলমকে এ দায়িত্ব প্রদান করা হয়। তাঁর মনোনয়নের মাধ্যমে কলেজ পরিচালনা পর্ষদ একদিকে যেমন একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তিকে প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত করলো, তেমনি শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবার ক্ষেত্রে কলেজের ভূমিকাকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রয়াস নিলো।
জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, মানবিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে রাজনৈতিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ব্যাপক অংশগ্রহণ রয়েছে। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজ সচেতন মহলের মধ্যে সন্তোষ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছেন, জাহাঙ্গীর আলমের কার্যকর দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে কলেজটি এক নতুন গতিতে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন,
“আমি কলেজ পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তারা আমাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন। আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সদিচ্ছার সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির জন্য কাজ করে যেতে চাই। কলেজের শিক্ষা, শৃঙ্খলা ও মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব।”
উল্লেখ্য, হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজ ফটিকছড়ির একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রয়োজন মেটাচ্ছে। কলেজটির উন্নয়ন, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষা মানোন্নয়নে এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply