সংবাদদাতা: বগুড়া জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্য বগুড়া জেলার নেত্রী রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ রাজ্জাক তালুকদার সজীব।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশে গণতন্ত্র ও নাগরিক অধিকারের যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য নাগরিক ঐক্য দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাহমুদুর রহমান মান্না।
কর্মীসভায় বগুড়া জেলা ও উপজেলা নাগরিক ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply