1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পশ্চিম ভূজপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, চাচার হাতের কব্জি ক্ষতবিক্ষত যুবনেতা কবির খানকে রাজপথেই বরণ করলো ওসমানী নগরের ইলিয়াস সেনারা ঠিকানা নেই, ভাষা নেই – অসহায় বৃদ্ধার দিন কাটে খোলা আকাশের নিচে” রাস্তার ধারে! চাঁদপুর তিন আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ ফরিদ আহাম্মেদ মানিক ফটিকছড়িতে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী স্বরচিত কবিতা পাঠের আসরে মোঃ সবুজ হোসেনের পুরস্কার গ্রহণ দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নাই চৌদ্দগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চৌদ্দগ্রাম বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নাই

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বেনাপোল গণ সমাবেশে বক্তব্য রাখেন হযরত মাওলানা মো: আজিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৮৫ যশোর -১ (শার্শা)।

শনিবার (৩০আগস্ট)বিকাল ৪ টার সময় বেনাপোল হাই স্কুল মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চাই না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের ব্যাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি,তাহলেই মানুষের মুক্তি। তাহলেই দেশে ও মানুষের ব্যাক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কোনাে কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে না।

তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

সভাপতিত্ব করেন হযরত মাওলানা মো: রিয়াছাত আলী সভাপতি জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখা।
যৌথ সঞ্চালনা করেন মোঃ আবু তালাহ ও মো: নুরুল হক

বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা,অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি যশোর জেলা, হযরত ,মাওলানা রিজাউল ইসলাম থানা আমির বেনাপোল পোর্ট থানা, হযরত মাওলানা ইউসুফ আলী থানা সেক্রেটারী বেনাপোল পোর্ট থানা শাখা,

সভাপতিত্ব করেন হযরত মাওলানা মো: রিয়াছাত আলী সভাপতি জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখা।

যৌথ সঞ্চালনা করেন মোঃ আবু তালাহ ও মো: নুরুল হক।
বেনাপোল পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews