মোসা. রিমি খানম/রাঙ্গাবালী ( পটুয়াখালী) প্রতিনিধি : রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজার বণিক সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ আগষ্ট ) বিকেল ৩ টা শুরু হলে বিকেল ৫:৩০ মিনিটে শেষ হয়। মোট ভোটার সংখ্যা ১৩০ জন, ভোট দিয়েছে ১২৬ জন।বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন দ্বায়িত্বরত চালিতাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফোরকান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাফর মৃধা ও ইউপি সদস্যা মোসা. ইরানী জামান, বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির ; সহ সভাপতি মো: বাবর মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নান্নু দফাদার, যুবদলের সভাপতি মো: মিরাজ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: সাইমুন তালুকদার, স্বেচ্ছসেবক দলের আহবায়ক পারভেজ তালুকদার, সদস্য সচিব সাইমুন ইসলাম সান্টু শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জিসান মাহমুদ, মৎস্য দলের সাধারণ সম্পাদক মো: শিপলু হাওলাদার সহ স্হানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
নির্বাচনের ফলাফলে বিজয়ীরা হলেন, সভাপতি কাওসার গাজী ( হরিণ প্রতীক ) সাধারণ সম্পাদক মো: আনিচুর রহমান পল্লব,( চেয়ার প্রতীক) সাংগঠনিক সম্পাদক মো: ফিরোজ আকন, ( ফুটবল প্রতীক )
সাধারণ সম্পাদক পদে বিজয়ী আনিচুর রহমান পল্লব বলেন, এই নির্বাচনের সব প্রার্থীই ছিলেন মেধাবী ও যোগ্য। নির্বাচিত হোক বা না হোক, আমরা সবাই মিলে একসাথে ফেলাবুনিয়া বাজার ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য কাজ করবো। এখানে জয়ের কিছু নেই-এটি সম্পূর্ণরূপে দায়িত্ব। আমার প্রিয় বন্ধুবন্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং দেশে-বিদেশে থাকা সকল শুভানুধ্যায়ী যারা শুরু থেকে আমার জন্য দোয়া ও প্রচেষ্টা চালিয়েছেন। আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসুন আমরা সবাই মিলেই ভালোবাসা, সম্মান ও ঐক্যের বন্ধনে রায়পুরকে আরও সুন্দর করে গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ ফেলাবুনিয়া সকল সম্মানিত ব্যাবসায়ীবৃন্দকে।
নব নির্বাচিত সভাপতি মো: কাওসার গাজী বলেন, ফেলাবুনিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আমাকে ভোট দিয়ে বিজয়ী করায়, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আমার এই বিজয়ে যাঁরা অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা করেছেন। সেই সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী ভাই-বোন, সিনিয়র ও জুনিয়র সহযোদ্ধাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
Leave a Reply