মোসা. রিমি খানম/রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৮-২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিদ দেবনাথ, এবং উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হলে অভয়াশ্রম গড়ে তুলতে হবে এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে মৎস্যসম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয়দেরও ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম, নদী ও জলাশয়ে অভিযান, প্রচার মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply